সাকিবের হকি দলের আইকন খেলোয়াড় জিমি

|

ছবি: সংগৃহীত

হকি ফ্র্যাঞ্চাইজি লিগ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানের দল মোনাক মার্ট পদ্মায় আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন বাংলাদেশের হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমি।

ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফটে শুরুতে টুর্নামেন্টে অংশ নেয়া ৬ দলের জন্য ৬ দেশি খেলোয়াড়ের নিলাম হয়। সেখানে সাইফ পাওয়ার খুলনার হয়ে খেলবেন ক্লাব কাপ জয়ী বিপ্লব কুজুর। ওয়ালটন ঢাকা দলে ভিড়িয়েছে গত মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আশরাফুল ইসলামকে।

এছাড়া, মেট্রো এক্সপ্রেস বরিশালের হয়ে খেলবেন রোমান সরকার, একমি চট্টগ্রামের হয়ে রেজাউল করিম বাবু, রূপায়ন গ্রুপ কুমিল্লা পেয়েছেন গত বছর আসরের সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান সবুজকে। এদিকে, ৬ বিদেশি খেলোয়াড়ের মধ্যে ৪ জন ভারত ও বাকি ২ জন আর্জেন্টাইন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply