সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথমবারের মতো দেশে আসছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। এটি কার্যকর হলে নিরাপদ, টেকসই ও উন্নত সড়ক পরিবহন অবকাঠামো তৈরি হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত ১২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি ভার্চুয়ালি এ সভায় যোগ দেন।
সভায় ৭ হাজার ১৮ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আইটিএস প্রকল্পের আওতায় ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করবে সড়ক ও জনপথ অধিদফতর। যেখানে যানজট ও অন্যান্য জটিলতা রিয়েল টাইমে মনিটরিং করা যাবে। পরীক্ষামূলকভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই পদ্ধতি চালু করা হবে।
এদিন সভায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বাড়ছে। আমাদের একার পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন।
/এমএন
Leave a reply