ব্যবসায়ীকে অপহরণ করতে গিয়ে ধরা, ককটেল বিস্ফোরণ করে পালাতে গিয়ে আটক ২

|

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করেছে র‍্যাব। স্থানীয় বালু ব্যবসায়ীকে আটক করে টাকা দাবির অভিযোগও উঠেছে আটককৃত দুই যুবকের বিরুদ্ধে। তারা একটি প্রতারণা চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে ১০ অক্টোবর বিকেলে হাটিকুমরুল গোলচত্বর চরিয়াশিকা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটককৃতরা হলো, যশোর জেলার ঝিকরগাছা মোবারকপুর মিলপট্রি গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. আল আমিন হোসেন (২৩) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার তালশার মালতেপাড়া গ্রামের মৃত আকেজ এর ছেলে মো. মিকাইল (১৯)।

র‍্যাব জানায়, আটককৃত আল আমিন হোসেন ও মিকাইলসহ ৭-৮ জনের একটি চক্রের হোতা ছিল শামীম। তার অধীনে হাটিকুমরুল গোলচত্বর চরিয়াশিকা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের প্রতারণায় ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র করতো তারা।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ শহরের সবচেয়ে বড় বালু ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে ব্যবসার কথা বলে ডেকে এনে তাকে আটকে রেখে বিশাল অংকের টাকা দাবি করে চক্রটি। টাকা দিতে অস্বীকার করলে তাকে ইলেক্ট্রিক শক দিতে থাকে তারা। এ সময় ব্যবসায়ী সাত্তার চিৎকার করলে স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করে। পরে অপরাধীরা ককটেল বোমা বিস্ফোরণ করে এলাকাবাসীকে আতঙ্কিত করে পালানোর সময় স্থানীয়রা তাদের দলের দুজনকে আটকে রেখে র‍্যাবকে খবর দেয়।

পরে র‍্যাব-১২ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় বোমা নিস্ক্রিয়কারী দল ককটেল বোমা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও আলামত সংগ্রহ করে ঘটনাস্থল থেকে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান র‍্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মো. মারুফ হোসেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply