ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন রজার বিনি

|

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে প্রশাসক হিসেবে শেষ হতে চলেছে সৌরভ গাঙ্গুলির ইনিংস। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের বদলে বিসিসিআই-এর নতুন সভাপতি হিসাবে দেখা যেতে চলেছে ৮৩ বিশ্বকাপের নায়ক রজার বিনিকে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচনে বিনিকে ডাকা হয়েছে।

৬৭ বছরের বিনি ১৯৭৯-৮৭ পর্যন্ত দেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৪৭টি উইকেট। ১৯৮০-৮৭ পর্যন্ত ৭২টি ওয়ানডে খেলে পেয়েছেন ৭৭টি উইকেট। বিনির কেরিয়ারে ৮৩’র বিশ্বকাপ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৮ ম্যাচে পেয়েছিলেন ১৮টি উইকেট। সেরা পরিসংখ্যান ছিল ৪-২৯। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। অতীতে বিনিকে জাতীয় দলের নির্বাচক হিসেবেও পাওয়া গিয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply