৯৭ বছর বয়সেও আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
তবে জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কিনা জানাননি আধুনিক মালয়েশিয়ার এ স্থপতি। চলতি বছরের শুরুতে হার্টের সমস্যা নিয়ে ভুগলেও এখন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ বলে জানান বিশ্বের অন্যতম প্রবীণ এ রাজনীতিবিদ।
১৯৬৪ সালে প্রথম মালয়েশিয়ার পার্লামেন্টের সদস্য হন মাহাথির। ১৯৮১ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ক্ষমতায় ছিলেন টানা ২২ বছর। তার নেতৃত্বে পাল্টে যায় মালয়েশিয়ার আর্থ-সামাজিক পরিস্থিতি। ২০০৩ সালে স্বেচ্ছা অবসরে যান।
২০১৮ সালে যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন তার বয়স ছিল ৯২। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে গত সোমবার ভেঙে দেয়া হয় মালয়েশিয়ার পার্লামেন্ট। শিগগিরই নির্ধারিত হবে আগাম নির্বাচনের তারিখ।
/এমএন
Leave a reply