রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় কলেজছাত্র নাফিজসহ (১৭) দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
বুধবার (১২ অক্টোবর) সকালে সড়কের আধুরিয়া পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভুলতা থেকে সিএনজি চালিত অটোরিকশা (নারায়ণগঞ্জ-থ-১১-১০৮৮) কয়েকজন যাত্রী নিয়ে আড়াইহাজারের উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি আধুরিয়া পাল্লা সড়কের মাথায় পৌঁছালে বাধন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১১-৫৫৬৫) সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র রূপগঞ্জের ভায়েলা মিয়া বাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে নাফিজ ও অজ্ঞাতনামা (৫০) আরেক ব্যক্তি।
তিনি বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করেছে।
ইউএইচ/
Leave a reply