আগামী বছর বিশ্বকে অর্থনৈতিক মন্দার দিকটি দেখতে হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) এ সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। খবর রয়টার্সের।
২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভার জানান, আগামী বছর বিশ্ব অর্থনীতি সংকুচিত হবে এক-তৃতীয়াংশ। আবারও মনে করিয়ে দেন, এ পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হবে উন্নয়নশীল বিশ্ব। এমনকি প্রভাব পড়বে শীর্ষ তিন অর্থনৈতিক অঞ্চল যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে।
প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়, রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তৈরি তীব্র জ্বালানি ও খাদ্য সংকট ও মূল্যস্ফীতিকে। ভূ-রাজনৈতিক কারণে এ সংকট সহসা কাটছে না বলেও সতর্ক করে আইএমএফ। পরিস্থিতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ঋণ নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের।
/এমএন
Leave a reply