পাবনা প্রতিনিধি:
পাবনার ঢালার চরে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের তিন সদস্য ইউনুস, মাসুদ রানা ও জিলাল সরদারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) ভোর রাতে পুলিশের চালানো এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢালার চরের মীরপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে চরমপন্থী সংগঠন সর্বহারা দলের কয়েকজন সদস্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।
আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply