ইতালিতে উড্ডয়নের পরেই খুলে গেলো কার্গো বিমানের চাকা

|

ছবি: সংগৃহীত

উড্ডয়নের পর কার্গো বিমানের একটি চাকা খুলে ভূমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ইতালির দক্ষিণাঞ্চলের তারান্তো থেকে প্লেনটি যাত্রা শুরু করে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বোয়িং ৭৪৭-৪০০ মডেলের একটি কার্গো প্লেন রানওয়ে থেকে উড্ডয়ন হচ্ছে। প্লেনটি একটু ওপরে উঠতেই কালো ধোঁয়া ছাড়াতে দেখা যায়। একই সময়ে এটি থেকে একটি চাকা খুলে মাটিতে পড়ে ছিটকে যায়।

প্রতিবেদনে বলা হয়, চাকা খুলে গেলেও অ্যাটলাস এয়ার ওয়ালর্ডওয়াইড হোল্ডিংসের পরিচালিত প্লেনটি যাত্রা বন্ধ করেনি। ১১ ঘণ্টার যাত্রা শেষে প্লেনটি নিরাপদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় অবতরণ করে।

তবে কী কারণে উড্ডয়নের পর চাকা খুলে গেলো তা এখনো স্পষ্ট নয়। বোয়িংয়ের একজন মুখপাত্র জানিয়েছে, অ্যাটলাসের তদন্তে সহায়তা করবে কোম্পানি। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাটলাস কর্তৃপক্ষ।

জানা গেছে, কার্গো প্লেনটি ৭৪৭-৪০০ মডেলের নতুন সংস্করণ। মূলত বোয়িংয়ের যন্ত্রাংশ পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লেনটি। এটি এখনো বিশ্বের বৃহত্তম বিশেষ কার্গো প্লেনগুলোর মধ্যে একটি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply