আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর হবে। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকা থেকে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এ সময় দক্ষিণ আউটার সিগন্যালে ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার যমুনা নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের বয়স ৬৫ বছরের মধ্যে হতে পারে। তবে নিহতের পরিচয় শনাক্তকরণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply