মোহাম্মদ সালাহর রেকর্ড হ্যাটট্রিকে রেঞ্জার্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনের পথে অনেকটাই এগিয়ে অলরেডরা।
ম্যাচের শুরুটা খুব একটা ভালো হয়নি লিভারপুলের। স্কট আরফিল্ডের গোলে লিড নেয় রেঞ্জার্স। মিনিট সাতেকের মাথায় রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।
ম্যাচে গতি ফেরে বিরতির পর। ৫৫ মিনিটে আবারও স্কোর শিটে নাম তোলেন ফিরমিনো। এর কিছু সময় পর লিড ৩-১ করেন ডারউইন নুনেজ। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামেন মোহাম্মদ সালাহ। যার প্রতিদান দিতে এই মিশরীয় ফরোয়ার্ড সময় নেন মাত্র ৭ মিনিট। ৭৫ মিনিটে যোগ দেন গোল উৎসবে। সব মিলিয়ে ৬ মিনিটের মধ্যে আরও দুই গোল করে হ্যাটট্রিকের দেখা পান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। শেষ দিকে হার্ভি এলিয়ট গোল করলে ৭-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
ইউএইচ/
Leave a reply