ইসরাইলি সেনাদের অর্ধেকেরও বেশি গাঁজাখোর

|

ইসরাইলের সেনাবাহিনীর অর্ধেকেরও বেশি সদস্য গাঁজাখোর বলে ইহুদিবাদী দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইসরাইলি অ্যান্টি ড্রাগ অথরিটি-আইএডিএ) জানিয়েছে। ডেইলি সাবাহ।

আইএডিএর এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি সেনাদের গাঁজা সেবনের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ৫৪.৩ শতাংশ সেনা জানিয়েছে তারা গাঁজা খেয়েছেন। এমনকি ৪০.৯ শতাংশ সেনা বলেছে তারা গত মাসেও গাঁজা খেয়েছেন।

 ফিলিস্তিনিদের বিক্ষোভ দমিয়ে রাখতে ২০১৭ সাল থেকে ইসরাইলি সেনাবাহিনীতে (আইডিএফ) গাঁজা সেবনের ব্যাপারে সিথিলতা আরোপ করা হয়। ছুটির দিনে পাঁচবার গাঁজা সেবনের অনুমতি দেয়া হয় সেনাসদস্যদের।

এমনকি ডিউটিতে থাকা সময় পাঁচ বারের বেশি গাঁজা না খেলে ঐ সেনা কোন ধরণের কোর্ট মার্শালের মুখোমুখি হবে না।  নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সেনা দাবি করেন, তিনি শুধু সেবনই করেন না, গাঁজা বিক্রিও করেন। এর মাধ্যমে প্রতি মাসে তার দেড় হাজার শেকেল (ইসরাইলি মুদ্রা) বাড়তি আয় হয়।

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply