গাজীপুরে সিলিন্ডারবাহী লরিতে আগুন, যেকোনো মুহূর্তে বড় বিস্ফোরণের শঙ্কা

|

গাজীপুরে একটি সিলিন্ডারবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লরির চালক, সহকারী ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দগ্ধ হয়েছেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আসলেও সিলিন্ডারগুলোর মুখে এখনও আগুন জ্বলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে যেকোনো মুহূর্তে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে মেসার্স হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে। টঙ্গি থেকে এরই মধ্যে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পানি সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। পানির সংকটের কারণেই আগুন নিভে যাওয়ার পরও ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গ্যাস সিলিন্ডারগুলো। সিলিন্ডারগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

এদিকে, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬ লেনের মধ্যে বর্তমানে ৩টি লেনে যানচলাচল করছে। তবে এখন পর্যন্ত ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট কাউকে এখনো ঘটনাস্থলে দেখা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply