২০২১ সালের আগস্ট মাসে সোশ্যাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো ভিউ ওয়ান্স ম্যাসেজ ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ একটি বার্তা মাত্র একবার দেখা মাত্রই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। কিন্তু এতোদিন গ্রাহক এই ম্যাসেজের স্ক্রিনশট নিতে পারতেন। তবে সম্প্রতি জানা জানা গেছে, বর্তমানে সেই ফিচারটিও বন্ধ করতে চলছে মেটা কর্তৃপক্ষ।
জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের সফটওয়্যারের নতুন একটি ভার্সন রিলিজ করেছে, যার ভেতর স্ক্রিনশট ব্লক ফিচারটি যুক্ত থাকবে। এমন অবস্থায় যদি কোনো রিসিভার ম্যাসেজের স্ক্রিনশট নেয়ার চেষ্টা করেন তবে লেখা উঠবে নিরাপত্তাজনিত কারণে স্ক্রিনশট নেয়া সম্ভব হচ্ছে না। তবে এ সংক্রান্ত কোনো নটিফিকেশন সেন্ডারকে পাঠাবে না হোয়াটসঅ্যাপ।
যদিও এমন ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ স্ক্রিনশট ব্লক ফিচার থাকা স্বত্বেও একজন ব্যবহারকারী অন্য কোনো ফোন দিয়ে ম্যাসেজের ছবি তুলে রাখতে পারবেন।
এটিএম/
Leave a reply