বাংলাদেশকে ছাড়াই বাংলা ওয়াশের ফাইনাল

|

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার (১৪ অক্টোবর) মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে এই ম্যাচ।

ইংল্যান্ডের কাছে সিরিজে হেরে নিউজিল্যান্ডে এলেও, সাম্প্রতিক ফর্ম আর দলীয় শক্তির কারণে শুরু থেকেই ফেভারিট ছিল পাকিস্তান। বাংলাদেশকে দুইবার আর নিউজিল্যান্ডকে এক ম্যাচে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল। দারুণ পেস আক্রমণের পাশাপাশি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান বড় ভরসা পাকিস্তানের।

অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ডও কোন অংশে কম নয়। পাকিস্তানের কাছে হার দিয়ে সিরিজ শুরু করলেও বাংলাদেশের সাথে দুই জয় আর পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে গুড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে ব্লাকক্যাপরা। আক্রমণাত্মক ব্যাটার আর চেনা কন্ডিশনে কার্যকারি স্পিনার মূল শক্তি স্বাগতিকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply