কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল- ম্যানচেস্টার ইউনাইটেড

|

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ই-গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়াকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২ মিনিটে ম্যানইউ ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ডের শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন ওমোনিয়ার গোলরক্ষক। ১০ মিনিটে রোনালদোর শট টার্গেট মিস করে আঘাত হানে সাইড নেটে। আর ম্যাচের অন্তিম মুহূর্তে আসে সাফল্য। ইনজুরি সময়ে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের গোলের কাঙ্ক্ষিত জয় পায় রেড ডেভিলরা।

এ গ্রুপের আরেক ম্যাচে নরওয়ের ক্লাব বোডোর আতিথ্য নেয় আর্সেনাল। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ২৪ মিনিটেই কাঙ্ক্ষিত লিড পায় আর্সেনাল। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে গানারদের এগিয়ে দেন বুকায়ো সাকা। ম্যাচের বাকি সময় একাধিক গোলের সুযোগ তৈরি করে আর্সেনাল। তবে স্বাগতিক বোডোও ভালো সুযোগ তৈরি করে। কিন্তু দুই দলই গোল না পাওয়ায় ১-০ গোলের জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ স্থান সুসংহত করে আর্সেনাল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply