এক জোড়া জিন্সের প্যান্ট বিক্রি হলো ৭৭ লাখ টাকায়!

|

ছবি: সংগৃহীত

এক জোড়া জিন্সের দাম ৭৭ লাখ টাকা! অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয়।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, নিলামে প্যান্ট দু’টি কিনেছেন কাইল হাপার্ট নামে ২৩ বছর বয়সী এক যুবক। তবে এই প্যান্ট জোড়ার এত দামের পেছনে রয়েছে এর বয়স। নিলামে ১৮৮০ সালের অর্থাৎ ১৪২ বছরের পুরোনো এ প্যান্ট দু’টির দাম ওঠে ৭৬ হাজার ডলার।

বাংলাদেশী মুদ্রায় হিসাব করলে যা দাঁড়ায় ৭৭ লাখ টাকায়। প্যান্ট দু’টির ক্রেতা কাইল হাপার্ট ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর পুরনো (ভিন্টেজ) কাপড়ের ব্যবসায়ী।

প্রতিবেদনে আরও বলা হয়, বিরল এ প্যান্ট দু’টি যে সময় তৈরি করা হয়েছিল তখন বিশ্বে ছিল না বিমান, ছিল না ট্রাফিক লাইট, ছিল না রেডিও।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply