কোভিডে যাদের ইমিউনিটি ভেঙে পড়েছে তাদের জন্য আশঙ্কাজনক হতে পারে ডেঙ্গু

|

কোভিড আক্রান্ত, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে তাদের ক্ষেত্রে ডেঙ্গু আশঙ্কাজনক হতে পারে। এসব ধরে রোগীর ক্ষেত্রে জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করে হাসপাতালে নেয়া জরুরি বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো আবুল কালাম আজাদ। হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ওয়ার্ডের পাশাপাশি জাতীয় বিশেষজ্ঞ কমিটি তৈরি করারও পরামর্শ দিয়েছেন তিনি।

এ বছর থেমে থেমে বৃষ্টি হওয়া বর্ষায় এডিস মশার প্রজনন বেড়েছে। তাই গত কয়েক মাসে বেড়েছে ডেঙ্গু রোগীও। গুরুতর অসুস্থ অনেকে ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। দেরিতে চিকিৎসকের পরামর্শ নেয়া, প্ল্যাটিলেট কমে যাওয়া, কিংবা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের ক্ষেত্রে ডেঙ্গুর ভয়াবহতা বেশি। ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ভেঙে পড়েছে এমন কেউ ডেঙ্গু আক্রান্ত হলে ঝুঁকি বাড়ছে।

তাই কারো জ্বর হলে প্রথম দিনেই এনএসওয়ান ও সিবিসি পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তে সমন্বিত কমিটি গঠনেরও পরামর্শ দেন তিনি।

ভাইরাসটির চরিত্রগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে গবেষণা হওয়া জরুরি বলেও মনে করেন ডা আবুল কালাম আজাদ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply