মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের সময় ৪ জেলেকে আটকের পর অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট জাল।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের সংলগ্ন নদীতে মৎস্য অফিস ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়। মা ইলিশ সংরক্ষণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক।
আটক জেলেরা হলেন, ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মো. সাদ্দাম হোসেন (২৮), একই এলাকার জাভেদ (৩০), আ. করিম (৭০) এবং লৌহজং উপজেলার যশলদিয়া ইউনিয়নের উত্তর যশলদিয়া গ্রামের হারুন সরদার (৬০)।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, আটককৃত ৪ জন জেলেকে ৫ হাজার টাকা করর মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসজেড/
Leave a reply