বিএনপির লাঠি নিয়ে সমাবেশে আসাটা কীসের ইঙ্গিত? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

|

বিএনপির নেতাকর্মীরা কেনো লাঠি নিয়ে সমাবেশে আসছে? এটা কিসের ইঙ্গিত বহন করে? সকলকে আইন মেনে চলতে হবে। তবে না মানলে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ক্রীড়া সপ্তাহের উদ্ধোধন শেষে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে। কিন্তু বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশ সহায়তা করছে। তবে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ ও প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাতেই কেনো সমাবেশ স্থলে অবস্থান করছে বিএনপি এমন প্রশ্নও রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply