পাবনায় স্কুল মাঠে বিশাল মেলা, ব্যাহত শিক্ষাকার্যক্রম

|

পাবনা প্রতিনিধি:

পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ দিনব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার কারণে এরই মধ্যে বদলানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি। মাঠজুড়ে ব্যবসা-প্রতিষ্ঠান আর দর্শণার্থীদের হৈচৈয়ের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। প্রশাসন বলছে, শর্ত ভাঙলে ব্যবস্থা নেয়া হবে।

পাবনার এই বিদ্যালয়ের স্কুল মাঠে গত ৯ অক্টোবর মেলার উদ্বোধন করা হয়। তাই এখন সকাল ৮টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত ক্লাস চলছে। তবে মেলার কারণে মাঠজুড়ে বসা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে দিনভর গান-বাজনা ও হট্টগোলের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি স্কুলটির প্রবেশপথে বসেছে দা-বটির দোকান। তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি শিক্ষকদের কেউ।

এদিকে, ১৬টি শর্তে মেলার অনুমোদন দেয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। বলেন, উচ্চস্বরে গান-বাজনা না করা, যথা সময়ে মেলা বন্ধ করা এবং লটারি ও জুয়ার মতো অনৈতিক কার্যকলাপ হবে না এমন ১৬টি শর্তে আমরা মেলার অনুমতি প্রদান করেছি। তা ভঙ্গ হলে ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply