কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের পারফরমেন্সের দায় নেইমারের উপর পড়বে। এমনটাই মনে করেন দ্য ফেনোমেনন রোনালদো। শুক্রবার (১৪ অক্টোবর) তার ডকুমেন্টারি ‘দ্য ফেনোমেনন’র বিশ্ব প্রিমিয়ারে তিনি একথা জানান।
সর্বকালের অন্যতম সেরা নাম্বার নাইন রোনালদো নাজারিওর মতে, এবারের ব্রাজিল দল অন্য যে কোনো বারের চেয়ে অনেক পরিণত। গত বিশ্বকাপের চেয়েও শক্তিশালী দল গড়েছে ব্রাজিল। আর নেইমারই এখানে পালন করবে কেন্দ্রবিন্দুর ভূমিকা। ব্রাজিল কোচ তিতেও দল গঠনের সময় এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।
ব্রাজিলের শেষ শিরোপার প্রতীক রোনালদো এবারের দল নিয়ে খুবই সন্তুষ্ট ও গর্বিত। তিনি বলেন, আমার মনে হয় এবারের প্রধান ভূমিকাটা নেইমারকেই পালন করতে হবে। এবারের দল অন্য যেকোনো বারের চেয়ে অনেক শক্তিশালী। সবাই খুব ভালো ফর্মে আছে। যেমন রদ্রিগো, ভিনিসিয়াস রিয়ালের হয়ে এবং রাফিনিয়া বার্সেলোনার হয়ে খুব ভালো পারফর্ম করেছে। ব্রাজিল খেলোয়াড়দের এভাবে ভালো করতে দেখাটা আমার জন্য খুবই গর্বের।
আরও পড়ুন: ডি মারিয়ার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কমলো
/এম ই
Leave a reply