‘পুলিশের টিয়ার গ্যাসই ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে মৃত্যুর কারণ’

|

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া ফুটবল লিগে ঘটে যাওয়া দাঙ্গার কারণ প্রকাশ করলো তদন্ত কমিটি। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ফলেই ইন্দোনেশিয়া ফুটবল মাঠে মৃত্যু হয়েছে সমর্থকদের। এমনটি জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ মোহাম্মদ।

আল জাজিরায় প্রকাশিত খবরে মাহফুদ মোহাম্মদ জানিয়েছেন, ৩২টি সিসিটিভি ফুটেজ দেখে পরিষ্কার হয়েছে, ঘটনা যেমন ভয়ঙ্কর মনে করা হয়েছিল সেটা আসলে চেয়েও বেশি। তিনি বলেন, এখনও একটি দল রাসায়নিকগুলো নিয়ে তদন্ত করছে। তবে ফলাফল যাই আসুক, এটা অস্বীকার করার সুযোগ নেই যে, এই বিশাল মৃত্যুর কারণ টিয়ার গ্যাস।

ছবি: সংগৃহীত

ফিফার নিয়ম অনুযায়ী, ভীড় এড়াতে কখনোই টিয়ার গ্যাস ব্যবহার করা যাবে না। জানা গেছে, ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ও ম্যাচটির আয়োজক সংস্থার গাফিলতিই দায়ী এমন ঘটনার জন্য। এর আগে, দেশটির ফুটবল লিগে পদদলিত এবং শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ যায় ১৭৪ জনের।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, নিহত বেড়ে ১৭৪

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply