স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরে ছয়টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং আহত হয়েছেন ১১জন। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার রাত ৮টার মধ্যে গাজীপুর মহানগরীর একাধিক জায়গায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে মহানগরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় মার্কো সিএনজি ফিলিং স্টেশনের সামনে ড্রাম ট্রাক চাপায় সাদিকুল ইসলাম নামের এক অটোরিক্সা চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। পিবিআই হাসপাতালে গিয়ে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত করে। সাদিকুল ইসলামের বাড়ি সুনামগঞ্জ জেলার রাওধরন গ্রামে।
শনিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেলিপাড়া এলাকায় বাস চাপায় ভ্যানগাড়ী আরোহী দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে ভ্যানযোগে মাছ কিনে বিক্রির উদ্দেশে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন একাধিক মাছ ভ্যবসায়ী। এ সময় চান্দনা চৌরাস্তার কাছে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো ওই মাছের ভ্যানটিকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, ভ্যানচালক বোরহান উদ্দিন (৪০), তিনি ময়মনসিংহের ফুলপুর থানার হরিণাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে; একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২)। আরেক মাছ ব্যবসায়ীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাসন থানার ওসি মালেক খসরু খান জানিয়েছেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অন্যদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা মোড় এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টায় একটি মোটরসাইকেলের সাথে একটি অটোরিকশার সাথে সংর্ঘষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিন জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একইদিনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর জোড়া পাম্পের সামনে তাকওয়া পরিবহন ও পিক আপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। সালনা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে, এদিন বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগর বোর্ড বাজার এলাকায় অটোরিকশা উল্টে অপু নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অপু গাজীপুর চৌরাস্তা প্যারাডাইস স্কুলের ৬ষ্ঠ প্রেণীর ছাত্র বলে জানা গেছে। সে গাজীপুর সদর আউটপাড়া এলাকার মো. বাবু মিয়ার ছেলে। অপুসহ সাত বন্ধু মিলে অটোরিকশায় ঘুরাঘুরি করছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যায় অপু। আহত হয় তার ছয় বন্ধু।
এছাড়া, শনিবার বিকেল পাঁচটায় গাজীপুর মহানগরের গাছাধীন টেকনগপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রবিন প্রিন্টি অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সামনে ব্যাটারি চালিত অটোরিকশাকে একটি বাস ধাক্কা দেয়। তাতে অজ্ঞাত এক নারী অটোরিকশা থেকে ছিটকে পরে গুরুতর আহত হন।
/এমএন
Leave a reply