সব শর্ত পূরণের পরও দলের নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র ও টালবাহানা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেয় দলটি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী জানান, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পাওয়ার কার্যক্রম খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। এরপরও সব শর্ত পূরণ করেই তারা নিবন্ধনের জন্য আগামীকাল রোববার নির্বাচন কমিশনে আবেদন জমা দেবেন।
এ সময় লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের নিবন্ধন কার্যক্রমকে কঠিন এবং নতুন রাজনৈতিক শক্তি বিকাশের পরিপন্থী বলে উল্লেখ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইঁয়া, বিএম নাজমুল হকসহ অনেকে।
/এমএন
Leave a reply