কলম্বিয়ায় বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ২০

|

ছবি: সংগৃহীত

কলোম্বিয়ার দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। শনিবার (১৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে তিনি বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।

তদন্তকারীরা ধারণা করছে ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply