বিক্ষোভ-সহিংসতায় উত্তাল তিউনিসিয়া, দাবি সরকার পতনের

|

সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় আবারও উত্তাল আরব বসন্তের সূতিকাগার হিসেবে পরিচিত তিউনিসিয়া। শনিবার (১৫ অক্টোবর) বিরোধী দলগুলোর ডাকে সাড়া দিয়ে রাজধানী তিউনিসে রাজপথে নামে হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট কায়েস সাঈদের পতনের দাবিতে শ্লোগান দেন তারা। শহরের কেন্দ্রে একযোগে মিছিল বের করে এন্নাহাদা পার্টি ও ফ্রি কন্সটিটিউশনাল পার্টির সদস্যরা। অর্থনৈতিক সংকট ও দুর্নীতির দায়ে সরকারের পতন দাবি করেন তারা। দিনভর চলা বিক্ষোভ গড়া রাত অব্দি। বাধা দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে আন্দোলনকারীরা। গাড়িতে অগ্নিসংযোগও করে তারা। ২০১১ সালে দীর্ঘদিনের স্বৈরশাসক বেন আলি বিরোধী গণবিক্ষোভের মধ্য দিয়ে সূচনা হয় আরব বসন্তের।

বিক্ষোভকারীদের দাবি, বেন আলির পতনের মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তা ধ্বংস হয়েছে প্রেসিডেন্ট কায়েসের নেতৃত্বে। ২০২১ সালে পার্লামেন্ট বিলোপ করে ক্ষমতা দখল করেন কায়েস। গত জুলাইয়ে এক গণভোটের মাধ্যমে পাস করা একটি নতুন সংবিধানের মাধ্যমে তার ক্ষমতা সম্প্রসারণেরও উদ্যোগ নেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply