শাহবাজ শরিফের পর এবার ‘চোর চোর’ স্লোগান উঠল পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ইশাকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে নামার সাথে সাথে পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ইশাককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন সেখানে উপস্থিত এক ব্যক্তি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সেই সময় ওই ব্যক্তিকে পালটা গালিগালাজ করতে থাকেন পাকিস্তানের অর্থমন্ত্রীর এক সফরসঙ্গী। এরইমধ্যে এ ঘটনার পুরো ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ইশাক। সেখানে বিমানবন্দর থেকে বেরনোর সময়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যান পাকিস্তানের অর্থমন্ত্রী। তখনও মিথ্যাবাদী বলে তাকে বিদ্রূপ করেন ওই ব্যক্তি।
কিন্তু তার এক সফরসঙ্গী এগিয়ে এসে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে চুপ করতে বলেন। তাতেও না থেমে ওই ব্যক্তিকে গালিগালাজ করতে থাকেন। তাকে হুমকি দিতেও শোনা যায়। তবে এই সফরসঙ্গীর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এমন আচরণের পর তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেটিও জানা যায়নি।
/এনএএস
Leave a reply