সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে নাটোর রেলওয়ের ৩য় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সকাল ৮টায় এই কর্মবিরতি শুরু হয়।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, নাটোর রেলওয়ের ৯ জন অস্থায়ী শ্রমিক কর্মবিরতি দিয়ে রোববার সকালে কর্মক্ষেত্রে আসেনি। তারা কমলাপুর রেলওয়ে ভবনে আন্দোলনে অংশ নিয়েছেন। এই কারণে সকাল ৮টার দিকে রাজশাহী থেকে টিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার না পাওয়ায় স্টেশনে আটকে যায়। এ সময় যাত্রীরা হৈচৈ শুরু করে। পরে একজন স্থায়ী শ্রমিক দিয়ে লাইন ক্লিয়ার করে দেয়া হলে প্রায় ১ ঘণ্টা পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ত্যাগ করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিক উকিল মিয়া জানান, আন্দেলনের জন্য তারা কমলাপুর রেলওয়ে স্টেশন ভবনে অবস্থান করছেন। দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের ৯টি স্টেশনে একযোগে কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়ে কর্মরত অস্থায়ী শ্রমিকদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণ করতে হবে, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পূর্বের ন্যায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখতে হবে, আউটসোর্সিং খাত বাতিল করে অস্থয়ী খাত চালু রাখতে হবে, কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরীচ্যুত করা যাবে না, রেলওয়েতে প্রচলিত আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
/এনএএস
Leave a reply