সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সমাবেশের নামে বিএনপি চাঁদার প্রকল্প হাতে নিয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস করছে। এরকম পরিস্থিতিতে পুলিশ তো জানমালের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেবে। এরপরও পুলিশ বাঁধা দেয়নি, বরং সহযোগিতা করছে। অথচ বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, বোমা হামলা হয়েছে। এখন কি তাদের সমাবেশে এ রকম হামলা হচ্ছে? তারা আওয়ামী লীগ অফিসের সামনে স্থায়ী কাঁটাতারের বেড়া দিয়েছিল।
এ সময় তিনি মার্কিন কংগ্রেসে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি গণহত্যার বিষয়টি উত্থাপিত হওয়ায় কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশে গণহত্যা স্বীকৃতির পথ প্রশস্ত হবে বলে তিনি আশা করেন।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধে পাকিস্তানের নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে গণ্য করার প্রস্তাব দুই মার্কিন আইনপ্রণেতার
/এম ই
Leave a reply