সাতক্ষীরায় ৪ পিস স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ শামিমুল ইসলাম নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক শামিমুল ইসলাম কলারোয়ার গ্যাড়াখালি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চার পিস স্বর্ণের বারসহ মোটরসাইকেল আরোহী শামিমুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে শামিম জানিয়েছে। জব্দকৃত স্বর্ণের মুল্য প্রায় ৪৪ লাখ টাকা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply