দেশে সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা আছে। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিশ্রুতিও ছিল। তবে মূল্যবোধের সঙ্গে আকাঙ্খার সমন্বয় হলে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিআইডিএস আয়োজিত দি ডেভেলপমেন্ট স্টোরি অব বাংলাদেশ শীর্ষক সেমিনারে আলোচকরা এই বক্তব্য তুলে ধরেন। সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। এক্ষত্রে প্রতিবেশী দেশকেও পিছনে ফেলেছেন দেশের নারীরা। পোশাক শিল্প এবং প্রবাসে কাজে সুযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। দেশে শিশু মৃত্যুর হার আগের চেয়ে বেশ কম।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতে অগ্রগতি হয়েছে। অনেকে ‘জবলেস গ্রোথের’ কথা বলছেন, তা ঠিক নয়। কাজের সুযোগ তুলনামূলকভাবে বেড়েছে।
/এমএন
Leave a reply