শেষ ৮ ওভারে কোনো বাউন্ডারির দেখা না পেলেও যে আরব আমিরাতের বিপক্ষে ১১২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছেছে নেদারল্যান্ডস, সেটাই জরুরি খবর। সহজ ম্যাচ কঠিন করে একদম শেষ ওভারে গিয়ে ১ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত করে স্কট এডওয়ার্ডসের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আরব আমিরাতের দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মূলত জুনায়েদ সিদ্দিকের বোলিং তোপে পড়ে নেদারল্যান্ডস। ওপেনার ম্যাক্স ও’ডৌডের ১৮ বলে ২৩ রানই ইনিংসের সর্বোচ্চ। এছাড়া, কলিন একারম্যান, ব্যাস ডি লিডেরা ইনিংস বড় করতে না পারলে এক পর্যায়ে ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। এরপর টিম প্রিঙ্গলকে নিয়ে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস যোগ করেন ২৭ রান। শেষ ৮ ওভারে নেদারল্যান্ডস পায়নি কোনো বাউন্ডারির দেখা। অনেকটা, সিঙ্গেলসের উপর ভর করেই ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় নেদারল্যান্ডস।
এর আগে, অস্ট্রেলিয়ার গিলংয়ে টস জিতে ব্যাট করতে নেমে ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। ডি লিডে, ক্লাসেনদের আঁটসাঁট বোলিংয়ে ইনিংসের কোনো সময়েই রানের গতি ৬’র বেশি তুলতে পারেনি আমিরাত। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ডাচদের সামনে ১১২ রানের ছোট টার্গেট তুলে দিয়েছিল চুন্দাঙ্গাপোইল রিজওয়ানের দল। নেদারল্যান্ডসের পক্ষে ব্যাস ডি লিডে ৩ এবং ফ্রেড ক্লাসেন তুলে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ব্যাস ডি লিডে।
আরও পড়ুন: ‘আমাদের জন্য এটা এক ঐতিহাসিক দিন’
/এম ই
Leave a reply