দখলে দূষণে বিপন্ন কর্ণফুলী নদী। দুপাশে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। প্রতিদিন দখল হচ্ছে নতুন নতুন অংশ। এ অবস্থায় দখল, দূষণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে চট্টগ্রামে কর্ণফুলীর তীরে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী ও খাল রক্ষা পরিষদ। প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
একদিকে নির্বাচারে দখল, অন্যদিকে অবাধে দূষণ, সব মিলিয়ে বিপন্ন কর্ণফুলী নদী। গত কয়েক বছর ধরে কমছে নাব্য, নদীর দুপাশে জেগে উঠছে দীর্ঘ চর। জোয়ারের সময় চলাচলে সমস্যা না হলেও ভাটার সময় চরে আটকে যায় নৌকাসহ সব নৌযান। সংকুচিত হতে হতে নদীর প্রস্থ ঠেকেছে অর্ধেকে।
এর সাথে আবার নদী ভরাট করে দুই পাড়ে নির্মিত হয়েছে কয়েক হাজার অবৈধ স্থাপনা। হাইকোর্টের নির্দেশে কয়েক দফা উচ্ছেদ অভিযান চললেও এখন তাও বন্ধ। তাই দখল দূষণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নদী তীরে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী ও খাল রক্ষা পরিষদ।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা পরিষদ সাধারণ সম্পাদক আলীউর রহমান জানালেন, এরই মধ্যে বিলুপ্ত হয়েছে কর্ণফুলী তীরের ৫২৮ প্রজাতির গাছ। নদীর অস্তিত্বও বিপন্ন হওয়ার পথে।
/এডব্লিউ
Leave a reply