বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে ১টি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই

|

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এদিন দুপুরে প্রতিনিধি দল নিয়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সুলতান হাসানাল বলকিয়াহ। কার্যালয়ের ফটকে তাদের শুভেচ্ছা বিনিময় শেষে শুরু হয় দুই সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠক। তাতে উঠে আসে আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু।

শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে শুরু হয় দুই প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক। আগামীকাল সকালে বাংলাদেশ ছাড়বেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply