মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার চলাকালে রোগী পুরোটা সময় স্যাক্সোফোন বাজিয়ে সময় অপরেশনের সময়টা উপভোগ করলেন। এমন এক ঘটনা ঘটেছে ইতালিতে।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই রোগী একজন সংগীতশিল্পী। জিজেড নামে পরিচিত তিনি। সম্প্রতি রোমের পাইদেইয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে ৩৫ বছর বয়সী এ শিল্পীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় ১৯৭০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র লাভ স্টোরির থিম সং ও ইতালির জাতীয় সংগীত বাজান তিনি।
চিকিৎসকেরা জানান, জিজেড স্বাভাবিক জীবনের দিকে দ্রুত এগোচ্ছেন। সফল অস্ত্রোপচার শেষে তাকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এক বিবৃতিতে জিজেড বলেছেন, অস্ত্রোপচারের সময় তিনি ভয় পাওয়ার পরিবর্তে প্রশান্তি অনুভব করেছেন।
অস্ত্রোপচারের আগে জিজেড চিকিৎসকদের তার স্যাক্সোফোন বাজানোর কথা জানান। তখন চিকিৎসকেরা তাকে জাগিয়ে রেখে অস্ত্রোপচারের এটিকেই মোক্ষম হাতিয়ার বলে মনে করেন। পরে তারা অস্ত্রোপচারের সময় তাকে ওই যন্ত্র বাজানোর অনুমোদন দেন।
/এনএএস
Leave a reply