ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ সূচনা করেছে স্কটল্যান্ড। বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে ৫.৩ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে আছে খেলা।
হোবার্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস হেরে ব্যাট জর্জ মানসি এবং মাইকেল জোন্স স্কটল্যান্ডকে এনে দিয়েছে ঝড়ো সূচনা। দু’জন মিলেই চড়াও হন আলজারি জোসেফ ও কাইল মায়ার্সের ওপর। মানসি ১৯ বলে ২৯ এবং জোন্স ১৪ বলে ১৯ রান করে অপরাজিত আছেন।
সুপার টুয়েলভ নিশ্চিতে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দু’টি শিরোপা জেতা উইন্ডিজ নিশ্চিতভাবেই এই ম্যাচে ফেভারিট। তবে নামিবিয়ার মতো চমক দিয়ে আসর শুরু করতে চাইবে স্কটল্যান্ড। এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন পড়বে বাংলাদেশের গ্রুপে। প্রথম পর্বে সোমবার (১৭ অক্টোবর) আরেক ম্যাচে দুপুর দুইটায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
আরও পড়ুন: রাহুলের ব্যাটে অজিদের বিরুদ্ধে ভারতের উড়ন্ত সূচনা
/এম ই
Leave a reply