বাংলাদেশের সামনে ১৬১ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ১৬১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে সাকিব বাহিনীর সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আফগানরা।

হযরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এরপর গুরবাজকে নিয়ে ইব্রাহিম জাদরান দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৪৩ রান। এই গুরবাজকে আউট করে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর দারভিশ রাসুলির উইকেট শিকার করেন তাসকিন। এরপর ইব্রাহিম ও নাজিবুল্লাহ- এই দুই জাদরানকে সাজঘরে ফেরান এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার হাসান মাহমুদ।

এরপর উসমান ঘানিকে সাকিব ফিরিয়ে দিলেও শেষদিকে মোহাম্মদ নবীর ক্যামিওর প্রধান ঝাপটা যায় বাংলাদেশ অধিনায়কের উপর দিয়ে। নবীর করা ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ছিল ১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। বাংলাদেহের পক্ষে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। সাকিবও ২ উইকেট নিলেও ৪৬ রান খরচ করেছেন তিনি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply