দুর্গম ‘দারিয়েন গ্যাপ’ পেরিয়ে যুক্তরাষ্ট্রে যেতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল

|

বাইডেন প্রশাসনের কড়াকড়ির তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রে যাবার আশায় ভেনেজুয়েলার নাগরিকদের ঢল নেমেছে দুর্গম পথে। ভয়াবহ বিপজ্জনক জঙ্গল ‘দারিয়েন গ্যাপ’ পাড়ি দিয়ে স্বপ্নের দেশে ঠাঁই নিতে চান হাজারো মানুষ। অথচ গত কয়েকদিনে অনুপ্রবেশকারী কয়েক’শ ভেনেজুয়েলার নাগরিককে মেক্সিকোয় ঠেলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ইউএসএ টুডের।

কখনও ঘন জঙ্গল, কখনও হাঁটুপানি। পদে পদে বিপদের ঝুঁকি, সেই সাথে আছে বন্যপ্রাণীদের হানা বা ফার্ক গেরিলাদের হামলার শঙ্কাও। তারপরও সব ভয় উপেক্ষা করেই যাত্রা চলছে দুর্গম পথে, লক্ষ্য স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। প্রায় ১৬০ কিলোমিটার দীর্ঘ বন দারিয়েন গ্যাপ কলম্বিয়াকে যুক্ত করেছে পানামার সাথে। সেখান থেকে মেক্সিকো হয়ে অভিবাসন প্রত্যাশীরা পৌঁছাতে চান মার্কিন মুল্লুকে।

নিজেদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক দুর্দশার কারণে প্রতিদিনই মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পাড়ি দিচ্ছেন ঝুঁকিপূর্ণ এ জঙ্গল। শুধু প্রাপ্ত বয়স্করাই নয়, সাথে থাকা শিশুদেরও মোকাবেলা করতে হচ্ছে চ্যালেঞ্জ। দারিয়েন গ্যাপ পেরিয়ে যুক্তরাষ্ট্রমুখী বিশাল সব অভিবাসন প্রত্যাশী বহরের ৮০ শতাংশই ভেনেজুয়েলার নাগরিক। বাকিরা এসেছেন ইকুয়েডর, পেরুর মতো ল্যাটিন আমেরিকান দেশগুলো থেকে।

দারিয়েন গ্যাপ পাড়ি দিচ্ছেন এমন এক অভিবাসী বললেন, মাদুরো সরকার জঘন্য। ভেনেজুয়েলা সম্পদে পূর্ণ একটি দেশ। অথচ প্রশাসনের ব্যর্থতা আমাদের পথে নামিয়ে এনেছে। সব ব্যবসা ধ্বংস হয়েছে আমার। দুর্ভাগ্যজনকভাবে পরিবার নিয়ে এই পথে নেমেছি।

এদিকে, ভেনেজুয়েলার অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে সম্প্রতি নতুন নীতি কার্যকর করেছে মার্কিন প্রশাসন। এরপর দেশটির মাত্র ২৪ হাজার নাগরিককে ঢোকার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে। বিমান ছাড়া অন্যপথে আসা আভিবাসন প্রত্যাসীদের ফেরত পাঠানো হচ্ছে মেক্সিকোতে।

এমন একজন বললেন, আমরা যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সেখানে থাকতে দিলো না। কোনো সতর্কবার্তা ছাড়াই আমাদের বের করে দেয়া হলো। অথচ এখনও কতো মানুষ জঙ্গল পাড়ি দিয়ে যেতে চাইছে। কি করবো বুঝতে পারছি না। কিছু না বলেই বের করে দিলো। আমাদের দেশে ফেরত পাঠানো হোক। মেক্সিকো সীমান্তে কেনো পাঠিয়েছে? এখন কী করবো?

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, সামাজিক ও অর্থনৈতিক সংকটের জেরে গত ৫ বছরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভেনেজুয়েলা ছেড়েছে অন্তত ৭১ লাখ মানুষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply