আবারও রাশিয়া-ইউক্রেনের বড় ধরনের বন্দি বিনিময়

|

আবারও বড় ধরনের বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। দুই দেশে আটক মোট ২১৮ জনকে দেয়া হয় মুক্তি। খবর এপির।

সোমবার মস্কো-কিয়েভ দুই পক্ষই নিশ্চিত করেছে এ তথ্য। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দেশটির মোট ১০৮ বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। যাদের সবাই নারী। তাদের বয়স ২১ থেকে ৬২ বছরের মধ্যে। ছাড়া পাওয়া ইউক্রেনীয়দের ১২ জন বেসামরিক নাগরিক। গত মে মাসে রুশ বাহিনী আজভস্তাল কারখানার নিয়ন্ত্রণ নেয়ার পর আটক ৩৭ নারীও আছেন মুক্তিপ্রাপ্তদের তালিকায়। আবার ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর আগে আটক হওয়া কয়েকজনও মুক্তি পেয়েছেন এদিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে কিয়েভ। গত ফেব্রুয়ারিতে আটক বাণিজ্যিক জাহাজের ৭২ নাবিকও আছেন ছাড়া পাওয়াদের মধ্যে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply