আগাম নির্বাচন না দিলে লংমার্চের ঘোষণা ইমরান খানের

|

ইমরান খান। সংগৃহীত ছবি।

আগাম নির্বাচন না দিলে রাজধানী অভিমুখে লংমার্চের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান এ হুঁশিয়ারি দেন।

এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন দিনি। জানান, চলতি মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নয়তো ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন পিটিআই এর নেতাকর্মীরা। যাতে অংশ নেবেন পাকিস্তানের সাধারণ মানুষও।

গত রোববারই জাতীয় পরিষদের ৮টি আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। যার ছয়টিতেই জয় পেয়েছেন ইমরান খান। বাকি দুটি আসনে জয় পেয়েছে পিপিপি এর প্রার্থীরা।

পাকিস্তানের সংবিধান অনুসারে, যেকোনো রাজনীতিক নির্বাচনে একাধিক আসনে লড়াই করতে পারেন। গেলো এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পার্লামেন্ট থেকে ইমরান খানের সরকারকে উৎখাত করা হয়। ওই সময়ই একযোগে পদত্যাগ করেন পিটিআই এর এমপিরা। তাদের শূন্য আসনে হচ্ছে উপ-নির্বাচন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply