মাকে বেঁধে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

|

ফেনীর সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনার মামলায় ১৮ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায়, গ্রেফতার লাতু মিয়া এলাকায় আধিপত্য বিস্তারে চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিল। তার নামে ফেনী ফুলগাজী থানায় একটি ডাকাতি ও গণধর্ষণ মামলাসহ তিনটি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, অভিযুক্ত লাতু মিয়া বিভিন্ন সময়ে ভুক্তভোগী ও তার মাকে কুপ্রস্তাব দিতো। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ৪ জন মিলে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পরদিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে সবাই আত্মগোপনে চলে যায়। কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। কিছুদিন জেল খাটার পর জামিনে বের হয়ে ফের লাতু মিয়াসহ অন্যরা আত্মগোপনে চলে যায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply