ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৭

|

ছবি : সংগৃহীত।

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১১.৪০ টায় গোরুদ চাট্টির কাছে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের ঠিক পরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৬ তীর্থযাত্রী ও পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে আগুন ধরার আগে বিকট শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থল থেকে ধারণকৃত দৃশ্যে প্রচুর ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি।

এদিকে এই ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply