মুন্সিগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মনিরের

|

আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত মনির হোসেন মোল্লা আসরের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় গুলিবিদ্ধ হন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা কয়েক দফা সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে আধারা বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের সাথে সংঘর্ষে জড়ায়। বিকেলের দিকে উভয়পক্ষ গোলাগুলি শুরু করে। এ সময় তাদের ছোড়া গুলিতে স্থানীয় ১৫ থেকে ২০ জন আহত হন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply