রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১৫

|

আবাসিক এলাকায় রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫ জনে। জীবিত উদ্ধার করা হয়েছে অর্ধ-শতাধিক মানুষকে। খবর এপির।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার ৯ তলা ভবনটি থেকে বাঁচার জন্য লাফিয়ে পরেন অনেকে। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। দাবি, সুখয়- থার্টি ফোর বোমারু বিমান নিয়ে চলছিল সেনা প্রশিক্ষণ। হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপরই ইয়স্ক শহরের অ্যাপার্টমেন্ট ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। আগুন ছড়িয়ে পরে বহুতল ভবনে। অন্তত পাঁচটি তলা পুড়ে ভস্মীভূত। ফায়ার ব্রিগেড ও জরুরি উদ্ধারকর্মীদের সহযোগিতায় চালানো হয় উদ্ধার তৎপরতা। আশপাশের ভবন থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের। বিধ্বস্তের ঠিক আগ মুহুর্তে প্যারাস্যুট নিয়ে বের হতে সক্ষম হন বিমানের দুই পাইলট। নাশকতা কিনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply