আবারও ভূমিধসের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা দুর্যোগে প্রাণ হারালেন দেশটির আরও ৩ বাসিন্দা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির আরাগুয়া এলাকায় হয় জোরালো ভূমিধস। ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। যেগুলোর নীচে এখনও অনেক বাসিন্দা আটকা। স্থানীয় প্রশাসন বলছে, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবার। অঞ্চলটিতে প্রলয়ংকারী বন্যার পাশাপাশি নেমেছে কাঁদামাটির ঢল। যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
গেলো সপ্তাহেই দেশটির লাস তেজারাস এলাকায় ভূমিধসে প্রাণ হারান কমপক্ষে ৫৪ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। তল্লাশি চললেও তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।
/এমএন
Leave a reply