গোপন বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর সমালোচনা হচ্ছে: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

গোপন বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর সমালোচনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। বলেন, গোপন কক্ষ হলো গোপন কক্ষ। মানুষ গোপনে ভোট দিচ্ছে সেটা যদি কেউ দেখে, অন্যদের দেখানো হয় তাহলে তা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হয়।

তথ্যমন্ত্রী বলেন, শামীম ওসমান কাকে ভোট দিয়েছে, সেটা দেখানোয় তাকে ইসি শোকজ করেছিল। তাহলে এখন ইসি যে গোপন কক্ষে সিসি ক্যামেরা লাগিয়ে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখছে- সেটাও তো আইনের লঙ্ঘন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে পারে। গণ্ডগোল ও বিশৃঙ্খলা রোধে থাকতে পারে কিন্তু গোপন কক্ষে থাকতে পারে না। এটা নিয়ে সমালোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, তথ্য সচিবসহ তিন পুলিশের বাধ্যতামূলক অবসরের কারণ থাকতে পারে। কারণ ছাড়া তো কোনো ব্যবস্থা নেয়া হয় না। তবে আমি কারণ জানি না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply