মালিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ৬

|

মালিতে আফ্রিকার পাঁচ দেশভিত্তিক সামরিক জোটের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে দুই সেনাসহ অন্তত ছয়জনের। নিহতদের মধ্যে চারজনই হামলাকারী। জানিয়েছে মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার সেভারে শহরে এ হামলার সময় ঘাঁটিটিতে অবস্থান করছিল মালি, নাইজার, বুরকিনা ফাসো, শাদ ও মৌরিতানিয়ার সেনা কর্মকর্তারা। জি-ফাইভ সাহেল টাস্কফোর্সের সদস্যদের ওপর প্রথমে গাড়িবোমা ও রকেট হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। পরে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ ঘটনায় হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

হামলার জন্য প্রাথমিকভাবে সন্দেহের তীর জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার দিকে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে জঙ্গিরা। পাল্টা অভিযানে এক সপ্তাহে নিহত হয়েছে অর্ধশত জঙ্গি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply