কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলন পণ্ড

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ধাওয়া ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এমন ঘটনা ঘটে।

হামলায় কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল এগারোটায় কোটা আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল ‘সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের’। সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা সকাল দশটা থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন। তারপর থেকেই তারা বাধার সম্মুখীন হন।

তারপর এগারোটার কিছু আগেই সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া দেন কয়েকজন। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। তবে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করতে পারেননি কোটা সংস্কার আন্দোলনকারীরা।ৱ

এ ঘটনার পরই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply