ট্রেনের সাথে তেলের ট্যাংকারে দুর্ঘটনার কারণে মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় আগুয়াসকালিয়েন্টেস শহরে এ ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি না হলেও নিরাপত্তার জন্য প্রায় ৮০০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, তেলের ট্যাংকারটিকে ধাক্কা দেয় ট্রেন। এতে রেললাইনে ছড়িয়ে পড়া তেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে। এর ফলে পুড়ে যায় রেললাইনের পাশে থাকা আবাসিক এলাকার অনেক ঘরবাড়ি ও যানবাহন।
সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন কমপক্ষে ১২ জন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ওই এলাকার ৮০০-১০০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনার পর অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে জ্বালানি ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা।
কর্তৃপক্ষ বলছে, আশপাশের আবাসিক এলাকায় থাকা ৩০০ ঘরবাড়ির মধ্যে প্রায় দেড়শ আবাসিক ভবন পুড়ে গেছে। দুর্ঘটনার কবলে পড়া তেল ট্যাংকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এসজেড/
Leave a reply